কুমিল্লা থেকে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল;
নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কুমিল্লায় গ্লোবাল ইউনিক একাডেমীর শিার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর গর্জনখোলা অবস্থিত গেøাবাল ইউনিক একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্য শফিকুর রহমান। গেøাবাল ইউনিক একাডেমির অধ্য উত্তম বনি সেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাচিকশিল্পী বদরুল হুদা জেনু, বীর মুক্তিযুদ্ধা মিয়া মোঃ আলাউদ্দিন, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, লেখক সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংবাদিক সেলিম রেজা মুন্সি, সাংবাদিক আনোয়ার হোসেন এবং গীতিকার আলমগীর কবীর প্রমূখ। গ্লোবাল ইউনিক একাডেমীর শিকিা মালবিকা দের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপরে সংস্কৃতিক পর্বে শিশুদের নাচ গান ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্লোবাল ইউনিক একাডেমির এ ধরনের চমৎকার আয়োজন অন্যান্য শিা প্রতিষ্ঠান জন্য উদাহরণ ও অনুকরণীয় হয়ে থাকবে।