ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে ৫৪৬ পিছ ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশী মদ, ২ ক্যান বিয়ার, ১ কেজি গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ৩জনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। জানা গেছে রাধানগর গ্রামের জনৈক সাজেদা বেগম এর বাড়ির ভাড়াটিয়া মানিক মিয়া দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা ও মদের ব্যবসা করে আসছে। এমন সংবাদে নবীনগর থানার এস.আই মনিরুল ইসলাম ও এ.এস.আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসার মূলহোতা মানিক মিয়া পালিয়ে গেলেও তার সঙ্গী-সাথী ৩জনকে আটক করে পুলিশ। মাদকসহ আটককৃতরা হলেন, রাধানগর গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে জারু মিয়া, মোসলেম মিয়ার ছেলে মনির ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানার বড়খারচর গ্রামের মৃত ইরাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ওরফে সোহেল। উদ্ধার হওয়ার মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানান, মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।