ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আজ সোমবার বিকেলে সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নবীনগর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো আনোয়ার হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জসিম উদ্দিন। পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাহাউদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরে আলম, হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি নূরে-আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল রোমান, সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন পান্না, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাজী গনি মিয়া, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শরিফ মিয়াসহ আরো অনেকে।