পবিত্র রমজান উপলে সারাদেশে এক কোটি নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্যে টিসিবির পন্য পৌঁছে দেয়ার ল্েয ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ থেকে তালিকাভুক্ত উপকারভোগীর কাছে টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোশাররফ হোসাইন, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি আবু কাউছার, নবীনগর থানার এস.আই মহিউদ্দিন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠন পৌর শাখার সভাপতি মো. আনোয়ার হোসেনসহ আরো অনেকে। আজ নবীনগর পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদের মোট ৪ হাজার ৮শ ৭৬জন কার্ডধারীর নিকট টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের কার্ডধারী উপকারভোগীদের নিকট এই পন্য বিক্রয় করা হবে। প্রত্যেক উপকারভোগী প্রতি লিটার তেল ১১০ টাকা মূল্যে দুই লিটার, প্রতি কেজি চিনি ৫৫ টাকা মূল্যে ২ কেজি এবং প্রতি কেজি ডাল ৬৫ টাকা মূল্যে ২ কেজি করে ক্রয় করছেন। উল্লেখ্য, বর্তমান সরকার ভুর্তকি মূল্যে সারাদেশের ১ কোটি নি¤œ আয়ের মানুষের মাঝে এই পন্য বিক্রয় করার সিদ্ধান্ত নেন যার মধ্যে নবীনগর উপজেলায় মোট ১১ হাজার ২শ ৮৪জন কার্ডধারী উপকারভোগী এই সেবা পাবেন।