ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর কিছু শিার্থী মানব কল্যান ছাত্র পরিষদের ব্যানারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলে গতকাল বিকালে পৌর শহরের প্রায় ৫০ জন অসহায় ও প্রতিবন্ধীর মাঝে খাবার বিতরণ করেছে। শিার্থীরা নিজেদের টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক ও পরিষদের উপদেষ্টা কাজী মো ওয়াজেদ উল্লাহ জসিম। তিনি নিজেও তাদের সাথে শরীক থাকেন বলে জানান। আগামী রমজানে সুবিধা বঞ্চিত লোকদেরকে ইফতার করানোর পরিকল্পনা রয়েছে তাদের। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী আসওয়াদ জাহান আলিফ, রাহাত আলী, ফজলে রাব্বি ফুয়ানসহ আরো অনেকে।