‘বদলে দেবে কিশোরের চিন্তার ভ‚বন, বদলে দেবে গ্রাম, বদলে দেবে দেশ -এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় গড়ে উঠা গ্রাম পাঠ-সংঘ যার সংক্ষিপ্ত রূপ জিপিএস। নবীনগর আধুনিক সমবায় সুপার মার্কেট এর তয় তলায় প্রতি শুক্রবার আয়োজন করা হয় পাঠচক্রের। যে কোন বয়সের যে কেউ এই পাঠচক্রে অংশ নিতে পারেন। তবে এই পাঠচক্রে বিশেষ করে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভুদ্ধ করতে সংগঠনের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে। আজ শুক্রবার সকালে গেল সপ্তাহে যেসকল শিক্ষার্থীরা পাঠচক্রে অংশগ্রহণ করে প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রাম পাঠ সংঘের সভাপতি আসাদুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। সহকারি শিক্ষক সরুপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-সচিব মো. মনিরুজ্জামান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সিনিয়ন শিক্ষক আবু কামাল খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, গুঞ্জণ পাঠাগারের প্রতিষ্ঠাতা বই মজুর স্বপন মিয়া, পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. জামাল উদ্দিন, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক দেলোয়ার চৌধুরী, মো. সবুজ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।