জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ প্রাপ্ত নতুন চিকিৎসক ও সেবিকাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল হাসপাতালের সকল চিকিৎসদের উদ্দেশ্যে বলেন, উপজেলাবাসীর প্রত্যাশা পূরণ করাই হচ্ছে আমার কাজ, আর তাই আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবেন…. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডঃ সৈয়দ দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, নারী নেত্রী শিরিন সুলতানা, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছারসহ আরো অনেকে। সভাপতি ডা. হাবিবুর রহমান, সাধারণ রোগীদের দুর্ভোগ লাগবে সপ্তাহে দুইদিনের পরিবর্তে প্রতিদিন সিজারিয়ানের ব্যবস্থা চালু রাখার দাবি জানান… উপজেলার সিএইচসিপি’র সভাপতি মাসুদ রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. তানভীর সালাম, ডা. ইমরুল কায়েস, ডা. তাহমিনা খাতুনসহ একাধিক চিকিৎসক ও সেবিকাবৃন্দ।