ধামরাই থেকে সাইফুল ইসলাম;
ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিউনিয়নের কালামপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের বাড়ি থেকে ভাড়াটিয়া সেলিনা আক্তার স্বপ্না (২২) নামের এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে। স্বপ্না (২২) লপিুর জেলার কমলনগর থানার চর কাটারিয়া ইউনিয়নের চরপাগলা গ্রামের শাজাহান মিয়ার মেয়ে। প্রত্যদর্শীরা জানায়, কালামপুর বিসিক শিল্প নগরীর ডিলাইট কোম্পানির নারী শ্রমিক আখিঁ আক্তার (১৮) ও সেলিনা আক্তার স্বপ্না (২২) স্থানীয় বিল্লাল হোসেনের বাড়ির বারান্দার কোঠা রুমে ভাড়া থাকতেন। প্রতিদিনের ন্যায় আজও সকালে পরিপাটি হয়ে তাদের কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এসময় স্বপ্নার শরীর খারাপ লাগায় সে তখন কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকে এবং তার সহকর্মী আখিঁ আক্তার অফিসে চলে যায়। এর পর আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়িওলার স্ত্রী আঁখি আক্তারকে ফোন দিয়ে বলে তোমার সাথে যে মেয়ে থাকে সে তার হাত কেটে ফেলেছে, তাৎক্ষণিক আঁখি আক্তার বাড়িতে এসে স্বপ্নার কাটা হাতে ব্যান্ডেজ করে দিয়ে ওয়াশ রুমে যায় আঁখি। ওয়াস রুম থেকে এসে স্বপ্নার রুমের দরজা বন্ধ দেখে আশেপাশের লোকদেরকে ডাকাডাকি করলে তার শোরচিৎকারে লোকজন এগিয়ে আসলে জানালায় উকি দিয়ে দেখে স্বপ্না গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ধামরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধামরাই থানার (ওসি) তদন্ত নির্মল কুমার সাহা জানান, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ।