ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরে যানজট নিরসনে দিনের বেলায় বালুবাহী ট্রাক্টর না চালাতে সতর্কতা প্রদান করেছে থানা পুলিশ। এছাড়াও বালুসহ অন্যান্য মালামাল পরিবহনের সময় মোটা কাপড় অথবা পলিথিন দিয়ে ঢেকে চলাচলের নির্দেশ প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলমের নেতৃত্বে এস.আই মান্নান, এস.আই ময়নাল, এএস.আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স এই বিষয়ে নবীনগর পৌর এলাকার একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বেপোয়ারাভাবে ট্রাক্টর চালানো এবং কোন প্রকার কাভার না দিয়ে বালি বহন করার কারণে ৫টি ট্রাক্টর আটক করে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসেন। পরে সকল ট্রাক্টর চালকদের সতর্কতা প্রদানপূর্বক মুচলেকা রেখে ওই ট্রাক্টরগুলো ছেড়ে দেয়া হয়। অভিযানের বিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম বলেন…. ট্রাক্টর চালকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ, দিনের বেলায় না চালাতে সতর্কতা প্রদান