3.8 C
New York
Thursday, December 12, 2024
spot_img

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস প্রস্তুতিমূলক সভা ***

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা দিবস -২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শামীম আহমেদ, নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, নবীনগর প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোরশেদুল ইসলাম লিটন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, পৌর সচিব বেলজুর আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক আশরাফুল আলম জনি, বিএনসিসি সদস্য তাহসিন ভূইয়া রুম্মানসহ আরো অনেকে। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনাতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শুধু তাই নয় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন