বৃহত্তর কুমিল্লার বৃহত্তর আঞ্চলিক সামাজিক সংগঠন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের প্রধান উপদেষ্টা নবীনগরের সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুলের দিক নির্দেশনায় সলিমগঞ্জ কলেজ শাখা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার কলেজ মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন এর মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সলিমগঞ্জ কলেজের অধ্য মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে ও প্রভাষক আবু হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপদেষ্টা একরামুল ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অত্র কলেজের উপাধ্য গোলাম মাওলা খান দিপু, সহকারি অধ্যাপক নুরুন্নাহার বেগম, মাদকমুক্ত নবীনগর চাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক ইমতিয়াজ বেগ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, বড়িকান্দি ইউনিয়ন শাখা’র সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সলিমগঞ্জ ইউনিয়ন শাখা’র সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের নেতৃবৃন্দ।