ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রেসকাবের ও আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার, জাতীয় শ্রমিক লীগ ঢাকা জেলা শাখার সহ ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাবুল এর পিতা হাজী মো. আব্দুর রউফ ইন্তেকাল করেছেন, (ইন্না … রাজিউন)। গতরাত ২টা ২৫মিনিটে নবীনগর পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বাবুলের পিতার মৃত্যুতে উপজেলার একাধিক সাংবাদিক সংগঠনের সদস্যদের শোক জানানোর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও শোক জানিয়েছেন। আজ রবিবার জোহরে নামাজ শেষে তার গ্রামের বাড়ি রসুল্লাবাদ কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন হয়। দাদার ইচ্ছে অনুযায়ী জানাযার নামাজে ইমামের দায়িত্ব পালন করেন মাদ্রাসা পড়–য়া নাতি খালেদ বিন বাবুল।