ধামরাই থেকে সাইফুল ইসলাম:
ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ওসি) মো: রাসেল মোল্লা।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের নামা বাজার ও ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও সাভারের নামা বাজার এলাকার বাসিন্দা শিশির (২০)।
নিহত শিহান হোসেন ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর (২০২১) পূর্ব শত্রুতার জেরে মোবাইলে ফোন করে পরিত্যক্ত এক বাড়িতে ডেকে নিয়ে ভুক্তভোগীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ১ নভেম্বর (২০২১) নিহতের মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এদিকে হত্যার পরপরই গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর আজ তাদেরকে গ্রেফতার করা হয়।