19.5 C
New York
Saturday, October 5, 2024
spot_img

কুমিল্লায় সাংবাদিকদের দায়িত্ব-করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ***

কুমিল্লায় ‘মফস্বল সাংবাদিকদের দায়িত্ব-করণীয়’ শীর্ষক আলোচনা ও জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখা আয়োজিত দিন ব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও উপ-সচিব ড. মোঃ সফিকুল ইসলাম। মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় পরিষদের সহ-সভাপতি মোঃ আলমগীর গনি। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, কুমিল্লা প্রেসকাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুম, কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি অধ্যাপক মাসুদুল ইসলাম মজুমদার, রিপোর্টার্স ইউনিটি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আবুল খায়ের। সভার সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের হালিম সৈকত। করোনাকালে নিহত সাংবাদিক দৈনিক সময়ের আলো পত্রিকার চীপ রিপোর্টার হুমায়ুন কবীর খোকনসহ প্রয়াত অন্যান্য সাংবাদিকদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক ও প্রভাষক মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক সংবাদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এনটিভি ও আমাদের নতুন সময়ের কাজি রাশেদ, দৈনিক সমাচার পত্রিকার শাহেদুল আলম শাহেদ, আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আব্দুল আউয়াল সরকার, শিক ও সাংবাদিক শাহনুর আলম খান, বাংলাদেশ বুলেটিন ও কুমিল্লার কাগজের ইসমাইল নয়ন, যুগান্তরের সৌরভ মাহমুদ হারুন, দৈনিক মানবজমিন মুরাদনগর প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক মানবজমিন এর মেঘনা প্রতিনিধি মোঃ শহীদুজ্জামান রনিসহ আরো অনেকে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন