ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের জাহেদা-বারী ফাউন্ডেশন এর পক্ষ থেকে পৌর এলাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২জন মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মুজিবুর রহমান মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের ১৬ ও ১৭তম মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান- ২০২২ -এ নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল শিক্ষার্থীদের হাতে এই মেধাবৃত্তি ও সনদ প্রদান করেন। ফাউন্ডেশন এর সভাপতি এ.এস.এম ফজলুল করিম এর সভাপিতত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা। এসময় অন্যান্যের মাঝে আরে বক্তব্য রাখেন, সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. কাজী ওয়াজেদ উল্লাহ, সহকারি শিক্ষক মো. অলিউল্লাহসহ আরো অনেকে। সহকারি শিক্ষক ময়নাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম, সহকারি শিক্ষক মাওলানা আমির হোসেন, আব্দুর রহিম সাগর, তাহমিনা আক্তার, ময়না বেগম, রেহেনা বেগম, মনোরমা দেবী, দেলোয়ার হোসেন চৌধুরী, গোলাম কিবরিয়া, ছায়েদুর রহমান লিটন, সাংবাদিক আরিফুল ইসলাম মিনাজ, মো. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তালিকাভুক্ত সকল শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সংগঠনের পক্ষ থেকে সনদ তুলে দেন।