ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান সিদ্দিকুর রহমান গতকাল বৃহস্পতিবার দুপুরে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ শুক্রবার বাদ জুমা মিরপুর পীর পুকুরপাড় ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। পরে মরহুমের নামাজে জানাযা শেষে মিরপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। প্রায় ১০৫ বছর বয়সী প্রবীন এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিবপুর ইউনিয়ন পরিষদের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো.আলী চানের নেতৃত্বে নবীনগর থানা পুলিশ জাতির এই সূর্য সন্তানকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমআর মুজিব, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মাষ্টার, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অলিউর রহমান ভূইয়া, আবু নাছের মেম্বার, হোসেন আহাম্মদসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ।