‘প্রতিবাদের সুরে মাদক থাকবে দূরে, এখনই সময় শপথ নেওয়ার মাদক মুক্ত সমাজ গড়ার’, – এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘মাদকমুক্ত নবীনগর চাই’ সংগঠন পৌর শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট‚র্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, সহকারি কমিশনার ভূমি মোশারফ হোসাইন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. আবু মোছা, অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, ওসি তদন্ত নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম নজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দীন, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউসার, পৌর শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রেসকাব সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় ও পৌর শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অনির্বাণ স্পোর্টিং কাব নারায়নপুরের বিপক্ষে মাঠে নামে রসুল্লাবাদ সমাজ কল্যাণ সংঘ। শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে গোল শূণ্য ড্র হলে ট্রাইব্রেকারে ১-০ গোলে জয়লাভ করে ২য় রাউন্ড নিশ্চিত করে অনির্বাণ স্পোর্টিং কাব নারায়নপুর।