ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বিএনপি’র ২নং ওয়ার্ড পশ্চিম-উত্তর ও বিজয় পাড়ার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত ২নং ওয়ার্ড পৌর বিএনপি’র সম্মেলনে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর, পৌর বিএনপি’র সদস্য হাজী মো. আবু তাহেরকে সভাপতি ও পৌর বিএনপি নেতা নামজুল হক তুষারকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সকলের সর্ব সম্মতিক্রমে নবীনগর পৌর বিএনপি’র আহবায়ক মো. গোলাম হোসেন খান টিটো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা করেন। নতুন সভাপতি হাজী মো. আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামজুল হক তুষারের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, নবীনগর পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মাসুদ রানা। এসময় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী মো. জহিরুল হক জুরু, পৌর বিএনপি’র সদস্য মো. অলিউল্লাহ অলি, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদল, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মোসলেম মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল বাশার, পৌর বিএনপি নেতা মাইন উদ্দিন খান মইন, বিএনপি নেতা ইউসুফ মিয়া, হাবিবুর রহমান জিলানী, মো. বাবুল মিয়া, মো. ইমাম হোসেনসহ আরো অনেকে। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য ২নং ওয়ার্ড কমিটির গঠনের মধ্য দিয়ে নবীনগর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।