বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কবিতা, সঙ্গীত, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস তুলে ধরেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সাহন। এসময় অন্যান্যের মাঝে আরে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, সিনিয়র শিক্ষক নুরুল হোসেন, সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে। সহকারি শিক্ষক ময়নাল হোসেন ও মনোরমা দেবী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম, প্রভাষক জাহিদুল হক, সহকারি শিক্ষক আব্দুর রহিম সাগর, তাহমিনা আক্তার, ময়না বেগম, রেহেনা বেগম, দেলোয়ার হোসেন চৌধুরী, মো. কাওসার আলম, সুদীপ কুমার দাস, আসাদুজ্জামান সোহেল প্রমুখ। সহকারি শিক্ষক মো. অলিউল্লাহ, সেলিনা বেগম ও আবু নাসের এই তিনজনের সুদক্ষ বিচারকার্যের মাধ্যমে প্রতিযোগীতায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্য দিয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রতিযোগীতায় দেশাত্ববোধক গানে ১ম স্থান অর্জন করেছে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আয়ান শাকিন নিলয়, জাতীয় সংগীতে ১ম স্থান অর্জন করেছে ৮ম শ্রেণীর শিক্ষার্থী মো. আসুয়াত জাহান আলিফ, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে এস.এস.সি পরীক্ষার্থী বায়েজিদ আহমেদ শিশির।