ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বিএনপি’র ৩নং ওয়ার্ড খাজানগর-মনতলা গ্রামের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার পৌর বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত ৫নং ওয়ার্ড পৌর বিএনপি’র সম্মেলনে মো. আবুল বাশারকে সভাপতি ও মো. ফরিদ উদ্দিন কালনকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সকলের সর্ব সম্মতিক্রমে নবীনগর পৌর বিএনপি’র আহবায়ক মো. গোলাম হোসেন খান টিটো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কমিটি ঘোষণা করেন। নতুন সভাপতি মো. আবুল বাশারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন, নবীনগর পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মাসুদ রানা। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহ আলম, পৌর বিএনপি’র সদস্য অলিউল্লাহ অলি, হেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মোসলেম মিয়া, পৌর বিএনপি’র সদস্য মো. মোশারফ হোসেন মুছা, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদল, নবীনগর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. লিটন মেম্বার, পৌর বিএনপি নেতা মো. মাঈন উদ্দিন খান মইন, মো. গিয়াস উদ্দিন, মো. সোহেল, মো. ইব্রাহিম, আলমগীর হোসেন, সারোয়ার হোসেন, জুয়েল রানা, শাহ জামাল, মো. আকছার ভ‚ইয়াসহ আরো অনেকে।