-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

মাল্টিমিডিয়া ও অনলাইন কাস বিষয়ক মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান ***

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কে মাল্টিমিডিয়া ও অনলাইন বিষয়ক মতবিনিময় সভা ও সলিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক হিসেবে যোগদান করায় লাউর ফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক, জেলা শিক অ্যাম্বাসেডর মোহামম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে ওঈঞ৪ঊ জেলা শিক অ্যাম্বাসেডরবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। নৈতিক ও মূল্যবোধ অর্জনে শিকবৃন্দকে কাজ করার নির্দেশনা প্রদান করে প্রধান অতিথি বলেন.. ওঈঞ৪ঊ জেলা শিক অ্যাম্বাসেডর, সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ কলেজ এর প্রভাষক বাকির আহমেদ হামিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, উপজেলা কলেজ শিক সমিতির সভাপতি অধ্য মোহাম্মদ ইউনুছ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মো. আবু মোছা, সহকারি উপজেলা শিা অফিসার মো. মতিয়ার রহমান, প্রাথমিক শিক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, কাইতলা আলীম উদ্দিন জোবেদা কলেজের প্রভাষক জাহিদুল হক, সুর সম্রাট আলাউদ্দিন খা কলেজের প্রভাষক মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া রামকানাই উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক মিল্টন বিশ্বাস, ভাদুঘর মাহবুব হুদা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক মাইনুল হোসেন, বীরগাঁও স্কুল এন্ড কলেজের সহকারী শিক জনাব আরিফুল ইসলাম, সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের শিক আব্দুল বাসেত, ইব্রাহিমপুর মাদ্রাসার শিক আসাদুল ইসলামসহ আরো অনেকে। এ সময় বক্তারা নবীনগরকে আইসিটিতে সমৃদ্ধ করার বিষয়ে সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় নবীনগরকে সামনে এগিয়ে নিতে সকলকে কাজ করা আহবান জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক সামছুন নাহার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন