ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র হিসেবে হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এই বাদ্যযন্ত্র বিতরণ করেন। উপজেলা শিল্পকলা একাডেমী, শিক্ষক কণ্ঠ ও মানব কল্যাণ বাউল সমিতির সদস্যদের মাঝে এ বাদ্যযন্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও চাহিদা অনুযায়ী বাদ্যযন্ত্র প্রদান করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম, শিল্পকলা একাডেমীর সদস্য শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, মো. জাকির হোসেন, শাকিল রেজা, শংকর দাস, মাধব ঘোষ, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, মনির হোসেন, মেহেদীসহ আরো অনেকে।