ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস- ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। মো. মোসাদ্দেক হোসেন এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) আমেনা বেগম, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, নবীনগর প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা প্রেসকাব সভাপতি সঞ্জয় সাহাসহ আরো অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, নবীনগর মডেল প্রেসকাবের অর্থ সম্পাদক সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, মো. মনির হোসেন, শুভেন্দু চক্রবর্ত্তীসহ উপজেলা একাধিক নারী উদ্যোক্তা।