ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ গ্রামের কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে পূর্ব ঘোষিত ১০ ল টাকা, মিরপুর ফোরকানিয়া মাদ্রাসা সংস্কার বাবদ নগদ ৮ ল টাকা সহ অন্যান্য খাতে মোট ১৯ল টাকা গতকাল শনিবার বিকেলে মিরপুর পীর পুকুর পাড় ঈদগাহ মাঠে গ্রামবাসীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে হস্তান্তর করেন। বিশাল অঙ্কের এই অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। উপসচিব তার বক্তব্যে বলেন, “প্রবাসীরা তাদের কষ্টার্জিত এই অর্থ গ্রামের উন্নয়নের জন্য দিচ্ছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন। আশাকরি তাদের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।” এসময় এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাঁধন, উপস্থিত গ্রামবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা গ্রামের অসহায় ও গ্রামের উন্নয়নে কাজ করতে সর্বদাই প্রস্তুত। এদিকে ভিন্ন ভিন্ন ভিডিও বার্তায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আমেরিকা প্রবাসী মোঃ জয়দিল হোসেন, যুগ্ম প্রধান উপদেষ্টা আলতাফ হোসেন বাবুল সরকার গ্রামবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা গ্রামবাসী সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে গ্রামের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই। উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে করোনা মহামারিতে মিরপুর গ্রামের একঝাক রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে গঠিত মিরপুর প্রবাসী মানব কল্যাণ পরিষদ এ পর্যন্ত গ্রামের জন্য প্রায়, ৩৭ ল টাকার প্রকল্প বাস্তবায়ন করেন। এসব প্রকল্প গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারসহ গ্রামের উন্নয়নে ব্যয় করা হয়। মোস্তাক আহমেদ ম্যানেজারের সভাপতিত্বে মোঃ শাহাদাৎ হোসেন শাহিন মাষ্টারের সঞ্চালনায় উপসচিব আশরাফুল আফসার ছাড়াও এসময় উপস্থিত ছিলেন মিরপুর গ্রাম পরিচালনা কমিটির সদস্য আবু নাছার মেম্বার, হারুন অর রশিদ, আব্দুল কাদির মোল্লা, হাজী আবু শামা, সংগঠনের প্রেসিডিয়াম প্রধান বেনজির আহমেদ বাদল, আবু কাউছার, খসরুজ্জামান ব্যাপারী, হাজী মনির হোসেন, মোশাররফ হোসেন টিও, মনির হোসেন মাষ্টার, জাহাঙ্গীর আলম মাষ্টার, জহিরুল হকসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম কার্য নির্বাহী প্রধান আবু রাশেদ আলম সরকার।