ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা আন্তঃ টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভদ্রগাছা মধ্য পূর্ব পাড়া বিচ্ছু বাহিনী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভদ্রগাছা গাং পাড় ফুটবল মাঠে নির্ধারিত সময়ে ভদ্রগাছা শান্তিপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়রা অনুপস্থিত থাকায় টুর্নামেন্ট কমিটির প থেকে ভদ্রগাছা মধ্য পূর্ব পাড়া বিচ্ছু বাহিনী ফুটবল একাদশকে জয়ী ঘোষণা করা হয়। ট‚র্ণামেন্টে গ্রামের ৮টি দল প্রতিদ্ব›িদ্বতা করে। ফাইনালে শিরোপাজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভদ্রগাছা গাংপাড়া টাইগার কাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাজী মামুন। মিজানুর রহমান মেম্বারের সভাপতিত্বে আকরাম হোসেনের শুভ উদ্বোধনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর গোলাম কিবরিয়া, প্রধান মেহমান ছিলেন, এনামুল করিম কাজল। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন কবির আহমেদ চৌধুরী, কাজী মোঃ মজিবুল হোকা। খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ কামাল সরকার,মোঃ আল মোবারক হোসেন,মোঃ আরিফুল ইসলাম জহির,মোঃ জাকির হোসেন, মোঃ স্বপন মিয়া,মোঃ মামুন মিয়াসহ আরও অনেকে।