ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর বাজারে অবস্থিত হযরত দয়াল বাবা আদুশাহ্ (রঃ) মাজারকে উপলক্ষ করে প্রতি বছরই বাৎসরিক ওরশ মোবারক উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও ৫দিন ব্যাপি ওরশ মোবারক উদযাপন করা হয়েছে। ১ মার্চ মঙ্গলবার থেকে শুরু হওয়া ওরশ মোবারক কার্যক্রম চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। তবে গতকাল ছিল ওরশ মোবারকের ৪র্থ দিন আর এই ৪র্থ দিনে শত শত ভক্তবৃন্দ ও আশেকানদের ভালবাসার পাশাপাশি দেশের প্রখ্যাত বাউল শিল্পীদের সংগীতের মাধ্যমে ৪র্থ রজনীটি হয়ে উঠে উৎসবমুখর। ওরশ মোবারককে কেন্দ্র করে গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠের চারিদিকে বিভিন্ন খাবারের দোকানের পাশাপাশি বসেছে নানান ধরণে খেলনা ও কসমেটিকসএর ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান। এই ভাসমান ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতি বছর খুবই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়া এই ওরশ মোবারকে আমাদের বেঁচা-কেনা খুবই ভাল হয়। গতকাল রাত ১০টায় আদুশাহ্ মাজার কমিটির পক্ষ থেকে দেশের প্রখ্যাত বাউল শিল্পগোষ্ঠী টুন টুন বাউল ও তার দল লালন শিল্পগোষ্ঠীর শিল্পীদের পরিবেশন করা সংগীতে মন জুড়িয়েছে শত শত বাউল সংগীত পিপাসুদের। এর আগে মাজার কমিটির সভাপতি মো. আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবক মো. মোস্তাফিজুর রহমান জামাল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, এ.এস.পি মো. ফয়েজ উদ্দিন। মাজার কমিটির সাধারণ সম্পাদক মো. মোজারুল হক সরকারের সার্বিক তত্ত¡াবধানে ছাত্রনেতা মো. ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. আব্দুর রাজ্জাক সরকার রিজিক। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মো. আলী, মো. শামিম সরকার, মো. শামিম আহমেদ, শ্রী উত্তম কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত নায়েক শাহ্ আলম, পুলিশ সদস্য মো. সেলিম, মো. জাকির হোসেন কানন, মো. মুন্সি মাইনুল ইসলাম আজাদ, শেখ মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল বাশার, মো. কবির হোসেন, মো.আব্দুল হালিম বয়াতী, মো. কালু মিয়া, মো. মনির হোসেন, মো. গোলাম মোর্শেদ, মো. আমজাদ হোসেন টুটুল, মো. নাছির উদ্দিন সরকার সাগর, মো. জহিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন শান্ত, মো. আবু সাঈদ মিয়া, মো. ফুরকান উদ্দিন, মাজারের খাদেম মো. কবির হোসেন সরকার, মো. হেলাল মিয়া, মো. মঙ্গল মিয়া, মো. বাচ্চু ফকির, মো. মজিবুর ভান্ডারি, পাগল মোমেন সরকারসহ আরো অনেকে।