মুজিব বর্ষের অঙ্গীকার, রা করব ভোটাধিকার” -এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি নির্বাচন অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদণি করে নির্বাচন অফিস কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আজগর আলীর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম, নবীনগর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দীন মনির, নবীনগর মডেল প্রেসকাবের সভাপতি আবু কাওসার, নবীনগর থানা প্রেসকাবের সভাপতি জসিমউদদীনসহ আরো অনেকে। এছাড়াও সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলে নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করার পাশাপাশি ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ রাত ১২টা পর্যন্ত বিভিন্ন নাগরিক সেবা প্রদান করে উপজেলা নির্বাচন অফিস।