ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ইভটিজিং, মাদকের কুফল ও সোস্যাল মিডিয়ার অপব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীনগর সার্কেল এর দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ কাওসার বেগম এর সভাপতিত্বে ও নবীনগর থানার এস.আই মিশন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউসার, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। এসময় এ.এস.আই মহিউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।