বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগীতায় ১০টি ডিভিশন ও ৫ টি স্বতন্ত্র ব্রিগেড এবং লজিস্টিক এরিয়াসহ মোট ১৬ টি দল অংশ গ্রহন করে। এতে ৭ স্বতন্ত্র ব্রিগেড পদাতিক ডিভিশন ২১ দশমিক ৪৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন ২০ দশমিক ৯৭ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ফায়ারিং প্রতিযোগীতায় ১১ পদাতিক ডিভিশনের কর্পোরাল আবদুল আলিম শ্রেষ্ঠ ফায়ারার, ১১ পদাতিক ডিভিশনের সৈনিক মোঃ তুহিন মিয়া ও ক্যাপ্টেন সৈয়দা রাফিসা জামান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। এসময় এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুনসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।