-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূমি আত্মসাতের অভিযোগ ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের চূওরিয়া মুন্সি রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভূমি উদ্ধারের জন্য এলাকাবাসী জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ্য করা হয়, বিগত ১৯৮৮ সালে নবীনগর সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ৯৫০নং দান পত্র দলিল করে ৯০ শতাংশ ভূমি অত্র বিদ্যালয়ের নামে দান করেন রহিম উদ্দিন মুন্সি। কিন্তু কিছু দিন না যেতে না যেতেই অত্র বিদ্যালয়ের তৎকালীন সভাপতি এনামুল হক মুন্সি ও বিদ্যালয়ের প্রধান শিক মহিউদ্দিন সরকার মানিকসহ অন্যান্যরা অর্থের লোভে সম্পূর্ণ বেআইনি ও জালিয়াতি করে হাল জরিপে এনামুল হক, জায়েদুল হক ও জহিরুল হকের নামে ৪০৭নং বিএস খতিয়ানের হালে ৩ দাগে ৯০ শতাংশ ভূমি লিখে নেয়। এরপর এলাকাবাসীর তোপের মুখে পড়ে ১৯৯২ সালে উক্ত ভূমি ৫৭৭নং রেজিস্ট্রিকৃত নাদাবি দলিল মূলে পূনরায় বিদ্যালয়ের নামে দলিল করে দেয়। একাধিকবার এমন কর্মকান্ডে নিরুপায় হয়ে এলাকাবাসী আজ বুধবার জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার ভ‚মি বরাবর অভিযোগ দায়ের। দায়ের করা অভিযোগের বিষয়ে এলাকাবাসী বলেন… এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন