ঢাকার ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং কোভিড-১৯ এর প্রভাব নিয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ মার্চ) অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগীতায় পৌর শহরে অবস্থিত অফিসার্স ক্যাফে এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা প্রেসকাবের সাধারন সম্পাদক মেহেদী ইমাম-জান কায়সার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম ও সহ-সভাপতি রনজিত কুমার পাল বাবু।