23.2 C
New York
Friday, September 13, 2024
spot_img

স্থানীয় এমপি’র পক্ষ থেকে উপজেলার শিক্ষকদের ‘শিক্ষকের ডায়েরি’ প্রদান ***

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পিছিয়েপড়া শিক্ষা কার্যক্রম উন্নয়নের জন্য সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন শিাবান্ধব জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপজেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের পিতা-মাতার পাশাপাশি মূল ভূমিকা রাখা শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদেরও কঠোর পরিশ্রম করতে হয়। এ বিষয়টি অনুধাবন করে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল সকল শিক্ষকদের অনুপ্রেরণা যোগাতে প্রতিবছরের শুরুর দিকে ‘শিক্ষকের ডায়েরি’ খ্যাত একটি করে ডায়েরি উপহার স্বরূপ দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় এবছরও সাংসদের পক্ষ থেকে দেয়া হয়েছে সেই শিক্ষকের ডায়েরি। গত রবিবার আলিয়াবাদ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সকল শিক ও প্রতিষ্ঠানের সকল সভাপতিকে ‘শিকের ডায়েরি’ খ্যাত একটি করে ডায়েরি উপহার দেয়া হয়। পুরো উপজেলায় মোট ৩ হাজার ডায়েরি বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রাথমিক শিক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম এর সঞ্চালনায় ডায়েরি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহানউদ্দিন নসু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা মোকারম হোসেন, উপজেলা শিা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, নবীনগর মডেল প্রেসকাব সভাপতি মোহাম্মদ আবু কাওসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনসুর আহমেদ, প্রাথমিক শিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিকগণ। বক্তাগণ বলেন, স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল স্যারের দিক নির্দেশনায় ও অনুপ্রেরণায় উপজেলার শিার মান উন্নয়নে আমরা সকলেই সম্মিলিত ভাবে নবীনগর উপজেলাকে একটি আধুনিক শিা সমৃদ্ধ মডেল উপজেলা রুপান্তরে কাজ করে যাবো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন