বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর মোল্লা, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারি কাম হিসাবরক্ষক মো. সাহাজ উদ্দিন আহমেদ, অফিস সহকারি কাম কম্পিউটার মদ্রাক্ষরিক মো. জসিম উদ্দিন, অফিস সহায়ক মো. ইদ্রিস মিয়াকে বিদায়ের পাশাপাশি নতুন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মনসুর আহমেদকে সংগঠনের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। তবে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর মোল্লা বদলীজণিত কারণে বিদায় নিলেও বাকীদের চাকুরির মেয়াদ শেষ হওয়ায় বিদায় সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.টি.এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বুলবুল সরকার। প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সহকারী উপজেলা শিা অফিসার আবদুল কাইয়ুম, সহকারী উপজেলা শিা অফিসার মতিয়ার রহমান, সহকারী উপজেলা শিা অফিসার শিউলি কর, সাবেক প্রধান শিক মিল্কী মোহাম্মদ রেজা, প্রধান শিক শুভনারা বেগম, সহকারি শিক বিল্লাল হোসেন, প্রধান শিক রতœা বেগম, সহকারি শিক মাহবুবুর রহমান, সহকারি শিক আজমুল হোসেন, প্রধান শিক আনোয়ার হোসেন, সহকারি শিক মোশারফ হোসেন, প্রধান শিক সাবেরা বেগমসহ আরো অনেকে। পরে বিদায়ী সকলের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়ার পাশাপাশি ও নতুন অফিসারে হাতেও প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।