বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিবাদী নাগরিক দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট এই নবগঠিত কমিটিতে নবীনগর উপজেলার ইফতেখার খান মামুনকে আহবায়ক ও আশুগঞ্জের ইউসুফ ইসলাম গাজীকে সদস্য সচিব হিসেবে মনোনিত করা হয়। নতুন এই কমিটিতে ইফতেখার খান মামুনকে আহবায়ক ও ইউসুফ ইসলাম গাজীকে সদস্য সচিব করায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিবাদী নাগরিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা ও সভাপতি খান বাহাদুর সাধারণ সম্পাদক নূরুল আমিনসহ সবাইকে কৃতজ্ঞতা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিনস্থ সকল উপজেলার বিএনপি নেতৃবৃন্দকে ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সায়দুল হক সাঈদ, হাজী কবির আহমেদ ভ‚ইয়া, শেখ মোহাম্মদ শামীম, রাজিব আহসান চৌধুরী পাপ্পু ও নবীনগর উপজেলা বিএনপির সকল নেতাকর্মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কমিটির সকল সদস্যবৃন্দ। নতুন আহবায়ক মামুন জানান, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে কমিটি করে নতুন নতুন নেতা-কর্মী তৈরি করাই আমার লক্ষ্য।