১৯৬৯ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের আজ ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নূরুন্নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, আওয়ামী লীগ নেতা হাজী খাইরুল আমীন, মো. হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর নিলুফার ইয়াছমিন, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, নারী নেত্রী সেলিনা মাহবুব, মরিয়ম বেগম, শাহনাজ বেগম, রীনা বেগম, আনোয়ারা বেগম, হাসনা বেগম, শিল্পী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, জামাল হোসেন পান্না, সাবেক ছাত্রনেতা খলিলুর রহমানসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের করা হয়।