ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশারা বাজার সংলগ্ন এলাকার মৃত আবুল হোসেন এর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে, তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেননি। প্রাথমিকভাবে অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। জানা যায় মৃত আবুল হোসেন এর পরিবারে স্ত্রীসহ ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। এর মধ্যে দুই ছেলে বর্তমানে জীবিকার তাগিদে প্রবাসে রয়েছে। ঘটনার দিন বাড়িতে স্ত্রীসহ এক ছেলে ও তিন মেয়ে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে ঘরে থাকা সকলেই বাইরে বের হয়ে যান এবং তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে আগুনে পুড়ে দুটি বসতঘর পুরোপুরি ছাই হয়ে যায়। শুধু তাই নয় ঘরে থাকা চাল, ডাল, হাঁস-মুরগিসহ সকল কাপড়-চোপরও পুড়ে গেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে চলছে সর্বস্ব হারানোর আহাজারি। খবর পেয়ে সকালে রতনপুর ইউপি চেয়ারম্যান মারুফ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি ব্যক্তিগত তহবিল হতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ বিষয়ে চেয়ারম্যান মারুফ জানান, কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তবে আজ বিকেলে স্থানীয়দের নিয়ে বসার কথা রয়েছে। অগ্নিকান্ডের বিষয়টিকে অত্যান্ত দুঃখজনক ও মর্মাহত উল্লেখ করে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম জানান, এ বিষয়ে আমরা এখনো কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।