মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মরহুম হাজ্বী রহিছ মেম্বার গোল্ডকাপ নাইট শর্ট সার্কেল ক্রিকেট ট‚র্ণামেন্ট- ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আছানুর আলম এর আয়োজনে আতশবাজির ঝলকানিতে গতকাল শুক্রবার রাতে বগডহর শাহ-সাহেব বাড়ি মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জমজমাট ওই ফাইনাল খেলায় ডোপাকান্দা সিক্সার্সকে মাত্র ২ রানে পরাজিত করে বগডহর সেকান্দর মিয়া স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেটপ্রেমী শত শত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে করতে বগডহর সেকান্দর মিয়া স্মৃতি সংসদের ব্যাটাররা নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। জয়ের জন্য ১০৫ রান তাড়া করতে গিয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ তুলতে সক্ষম হন ডোপাকান্দা সিক্সার্সের ব্যাটাররা। ফলে শ্বাসরুদ্ধকর খেলায় মাত্র ০২ রানের জয় পায় সেকান্দর মিয়া স্মৃতি সংসদ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পাশাপাশি ট‚র্ণামেন্টের সেরা বোলার হন বিজয়ী দলের ৫০ রান করা সোহাগ। তবে হেরেও ট‚র্ণামেন্টের সবোর্চ্চ রান সংগ্রহকারকের খাতায় নাম লিখিয়ে সেরা ব্যাটারের পুরস্কারটি জিতে নেন ডোপাকান্দা সিক্সার্স দলের অধিনায়ক কাউসার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত দুই সুদক্ষ আম্পায়ার মো. সবুজ ও ফজলে রাব্বি শুভর পরিচালনায় খেলায় পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। পরে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি একটি স্বর্ণের চেইনও তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ ও আয়োজন আছানুর আলম। এসময় অন্যান্যে মাঝে আরো উপস্থিত ছিলেন, নবীনগর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সামছুল হক, বাবরু মিয়া সরদার, সাবেক মেম্বার আউয়াল সরদার, তাজুল ইসলাম মনা, মোঃ জাকির হোসেন, মোঃ মনা মিয়া সরদার, ফরিদ মেম্বার, মোঃ কাসেম মিয়া সরদার, ওমর ফারুক, আমিন হোসেনসহ আরো অনেকে। উল্লেখ্য ৫টি দল করে ৪টি গ্রæপে মোট ২০টি দল গত ৫ ফেব্রæয়ারী থেকে ট‚র্ণামেন্টে নকআউট পদ্ধতিতে প্রতিদ্ব›িদ্বতা করে।