-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

সাবেক রাষ্ট্রদূতের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ***

সাইফুল ইসলাম, ধামরাই থেকে;

ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর আপন ভাই সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোহরাব হোসেনের বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি হয়েছে। পরে ৯৯৯ ফোন দেয়ার পর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তবে ডাকাতেরা কিভাবে ঘরে ঢুকেছে তা কেউ বলতে পারেনি। গতকাল রাতে কুশুরা ইউনিয়নের বৈন্যা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশের ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়ির মালিক সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন জানান, রাত ৩ টার দিকে মুখোশ পরিহিত ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার, সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুট করে নিয়ে গেছে। এর পূর্বে একই ইউনিয়নের ডালিপাড়া গ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা নূর উজ্জামানের বাড়িতেও ডাকাতরা হানা দেয়। তবে এ বাড়ি থেকে ডাকাতেরা কিছুই নিতে পারেনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন