1.3 C
New York
Tuesday, November 28, 2023
spot_img

সরকারী শিশু পরিবারে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ***

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা;

কুমিল্লার দেবীদ্বার সরকারী শিশু পরিবারে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। এ উপলক্ষে গতকাল বুধবার রাতে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে আয়োজন করা হয় বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা সাব-রেজিস্ট্রার মুজাম্মেল হক তালুকদার। দৃষ্টান্ত ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৃষ্টান্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, শিশু পরিবারের উপ-তত্ত¡বধায়ক কবির আহম্মেদ, সাংবাদিক জালাল উদ্দিন, দেলোয়ার হোসাইন আকাইদ, পৌর যুবলীগগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন। আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক হুরবানু বাশার পলি, ডা. শাহিন আলম, দেবীদ্বার সাব-রেজিস্ট্রার অফিসের সহকারি শিরিন আক্তার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মিসেস শামছুন নাহার বাবুল, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, সাংবাদিক রাজিব সরকার, সাংবাদিক মোঃ সোহাগ রানা সোহেল, কাউসার আহাম্মেদ, জয়দেব কুমার দত্ত, রাসেল আহম্মদ চৌধুরী, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম সজিবসহ আরো অনেকে। অনুষ্ঠানে দেবীদ্বার শিল্পকলা একাডেমির সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। পরে শিশু পরিবারের সদস্যদের উন্নত খাবার পরিবেশন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন