ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সামাজিক সংগঠন আলোকিত সমাজ সাতঘর হাটির উদ্যোগে এলাকার শতাধিক মেধাবী শিার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকেলে সাতঘর হাটি কমিউনিটি কিনিক প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোকিত সমাজ সাতঘর হাটির আহবায়ক, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. নাঈমুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন ফ্রান্স আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হারুন আল রশিদ। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ডের নব-নির্বাচিত সাধারণ সদস্য আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক শিা-সাহিত্য সম্পাদক তারেক রহমান বাবু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবু কায়েছ মাষ্টার। সংগঠনের সদস্য রবিউল ইসলাম অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাইশ মৌজা বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার কতুব উদ্দিন আমিন, মোঃ ফরহাদ মিয়া, আজিজুল ইসলাম অরুন, আওয়ামী লীগ নেতা সুহেল মিয়া, কবির মিয়া, বীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা ছাত্রলীগ নেতা তারেক আহমেদ সানি, ফ্রান্স প্রবাসী আলি আজম, উত্তর ল²ীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক সানাউল হক সরকার, আবুল হাশেম, মোঃ কালাম মিয়া, মূর্তজ আলী, আলি মিয়া, ছাত্রনেতা আসিফ মাহমুদ, আব্রাহাম বাদলসহ আরো অনেকে। বক্তাগণ আলোকিত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন এবং মেধাবী শিার্থীদের পড়াশোনায় মনোযোগী হওযার জন্য বিশেষ পরামর্শ প্রদান করেন। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।