সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী ইয়াবের হাসান জামিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর খান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী খাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, কাউন্সিলর গণিচান মকসুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রুমান, আব্দুল্লাহ আল মামুন, খলিলুর রহমানসহ আরো অনেকে।