ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনসহ একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শিা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতমোড়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন ও সাতমোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একটি ভবন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মোখলেছুর রহমান সাতমোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। পরে সাতমোড়া উচ্চ বিদালয়ে মাঠে ড. বি এন দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহাম্মদ, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য আবুল হোসেন আজাদ, অধ্যাপিকা নুরুন্নানাহার বেগম, সনি আক্তার সূচি ও মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন আহাম্মেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক ও শিার্থীরা। এর আগে সাংসদ এবাদুল করিম সলিমগঞ্জের থোল্লাকান্দি এলাকায় উনার মায়ের নামে প্রতিষ্ঠিত রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সলিমগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বরিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবু কাউসারসহ আরো অনেকে। আলোচনা সভা ও দোয়া শেষে মহান দিবসটি উপলে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানের সকল শিকমন্ডলী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।