ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগে দুইজন ইভটিজারকে ভ্রাম্যমান আদালতে জেলা ও জরিমানা করা হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন এর ভ্রাম্যমান আদালত এই সাজা প্রদান করেন। জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির আশপাশের এলাকায় শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিলো কিছু বখাটে। বিদ্যালয় কর্তৃপক্ষ এমন অভিযোগ নবীনগর থানা প্রশাসনকে অবহিত করলে, থানা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে বখাটেদের পাকড়াও করার জন্য মাঠে নামেন। এরই প্রেক্ষিতে আজ সকালে নবীনগর থানার এ.এস.আই মহিউদ্দিন নেতৃত্বে একদল পুলিশ বিদ্যালয় চত্বর এলাকা হতে ওই দুই ইভটিজারকে আটক করে। এরা হলো পৌর এলাকার ২নং ওয়ার্ড নবীনগর পশ্চিম পাড়ার মিন্টু মিয়ার ছেলে বাছির আহম্মেদ অনয় (১৮) ও নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিদারুল ইসলাম (১৯)। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন বাছির আহম্মেদ অনয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দিদারুল ইসলাম ১০ হাজার টাকা আর্থিক জরিমানা, অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার বেগম, সহকারি প্রধান শিক্ষক ইয়াসিনুল হক, সিনিয়র শিক্ষক খবির বিএসসি, এ.এস.আই মহিউদ্দিন, সাংবাদিক মো. দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।