ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ পশ্চিম পাড়ার নিজ বসতবাড়ি হতে মাদক স¤্রাজ্ঞী ও মাক্ষীরাণী খ্যাত রিয়া মনিকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে নিজ ঘরে গাঁজা সেবনকালে রিয়া মনিসহ আরো দুইজনকে আটক করা হয়। অপর দুইজন হলো পৌর এলাকার নারায়নপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৫) এবং আলী আহাম্মদ মিয়ার ছেলে মহসিন মিয়া (৩০)। পরে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন এর পরিচালনায় ভ্রাম্যমান আদালতে রিয়া মনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বাকি দুই জনেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, নবীনগর প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, এস.আই মনিরুল ইসলাম, এস.আই মান্নান, এস.আই ময়নাল, এস.আই জুলহাসসহ আরো অনেকে।