ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া যুব সমাজের উদ্যোগে ২য় তাফসীরুল কুরআন মাহফিল গতকাল রবিবার মাঝিকাড়া দক্ষিণ পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাঝিকাড়া বাইতুল আমান জামে মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নিউ পাকশী ফেব্রিক্স এন্ড ফ্যাশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী হোসেন টুটুল। মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিশিষ্ট ইসলামিক আলোচক আবু ত্ব’হা মুহাম্মদ আদনান। প্রধান বক্তা আবু ত্ব’হা মুহাম্মদ আদনান এর প্রাণবন্ত আলোচনায় মুগ্ধ হয়েছেন উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, নবীনগর কেন্দ্রীয় এস.আর জামে মসজিদের খতিব, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ। সমাজ সেবক ডাঃ ইকবাল হোসেন মৃধা’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর নুরুজ্জামান, মাওলানা মেহেদী হাসান, সাংবাদিক মো. দেলোয়ার হোসেন, মো. আমির হোসেন, রাজু আহমেদ, মাজেদুল ইসলাম, রাসেল মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।