ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসুম স্মৃতি সংসদ ৯ম গোল্ডকাপ ব্যাডমিন্টন ট‚র্ণামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা গতকাল শনিবার রাতে পৌর এলাকার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় পিটি বাঙ্গরাকে ২-১ সেটে পরাজিত করে নারায়নপুর লাল বাহিনী চ্যাম্পিয়ন হয়। খেলা শুরু হওয়ার প্রাক্কালে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এড. শিব শংকর দাস। ছাত্রনেতা গোলাম শাহরিয়ার লেলিনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. পারভেজ হোসেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মো. শাহিন খান। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাসান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ছামদানী সুমন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, এনামুল হক ভ‚ইয়া, মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট ২৪টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত টূর্ণামেন্টে এক একটি ধাপ পাড় করে ফাইনালে পৌঁছে পিটি বাঙ্গরা ও লাল বাহিন। ব্যাডমিন্টন প্রেমী অগণিত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথম সেটে পিটি বাংঙ্গরা ১৫-১০ ব্যবধানে লাল বাহিনীকে পরাজিত করলেও পরে দুই সেটে লাল বাহিনী ১৫-১২ ও ১৫-৮ ব্যবধানে পিটি বাঙ্গরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মো. আনিসুর রহমানের দক্ষ রেফারিং এবং আকিব, আল-আমিন, হৃদয় ও তানভিরের সুক্ষè জার্জমেন্টের ফলে কোন প্রকার বিশৃংখলা ছাড়াই সুন্দরভাবে ফাইনাল খেলাটি সম্পন্ন হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।