তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদীহিতা নিশ্চিতকরণ ও পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৭নং নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড ফতেহ্পুর গ্রামে গণশুনানী ও উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে ফতেহ্পুরস্থ নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান নূর আলম। ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. সফর মিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মো. লিটন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য আলেয়া বেগম, ইউপি সচিব মো. জয়নাল আবেদীন, নূরুল ইসলাম ভ‚ইয়া, মোসলেম মিয়া, ফরিদ ভ‚ইয়া, ডা. মোখলেছুর রহমান, বসু মিয়া, মো. নাসিম মাস্টারসহ আরো অনেকে। এর আগে চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ফতেহপুরস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে পশ্চিম পাড়া জাহাঙ্গীর ভ‚ইয়ার বাড়ি পর্যন্ত একটি সড়ক নির্মাণের উদ্দেশ্যে এলাকা পরিদর্শন করেন।