বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতা বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী নবীনগর থানা পুলিশ ব্যাপক প্রচার প্রচারণার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নের জন্য কাঙ্খিত জনগণের পুলিশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ভিশন ২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার প্রত্যয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে কনস্টেবল পদের বিদ্যমান নিয়মনীতির আধুনিকায়ন করে একটি সুসংহত পদ্ধতি প্রস্তুত করেছে বাংলাদেশ পুলিশ।
এই পদ্ধতিতে নিয়োগ প্রকাশের পর থেকে মোট সাতটি ধাপ অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের নিয়োগ পেতে পারবেন।
এজন্য সারা দেশে পুলিশ প্রদানের আদেশে সকল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়োগ পরীায় স্বচ্ছতা ধরে রাখতে সকল থানা পুলিশ মাঠ পর্যায়ে প্রচার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের নির্দেশক্রমে নবীনগর থানা পুলিশের প থেকে নিয়োগ পরীার স্বচ্ছতা এবং যোগ্য প্রার্থী যেন নিজেদের মেধা দিয়ে উক্ত পদে মনোনীত হতে পারেন তার জন্য নবীনগর থানার অফিসার ইনচার্জ নিজে গণমাধ্যমকর্মীদের ডেকে বিষয়টি অবগত করান। এসময় তিনি জানান..