করোনাকালীন পবিত্র ঈদুল আযহা’র আনন্দকে খানিকটা বাড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অত্র গ্রামের শুক্কুর খানের দল এবং রানার আপ হয়েছে হৃদয় খানের দল।
উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তায়েবনগর এলাকা হতে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আবু হানিফের বাড়ি পর্যন্ত ভাটা নদীতে ওই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রবিবার আলমনগর গ্রামের ‘মেধা বিকাশ ছাত্র কল্যাণ পরিষদ’র আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ৭টি দল অংশ গ্রহণ করে। ছোট ছোট কোষা নৌকায় অংশ গ্রহণ করা প্রতিটি দলে ছিল ৪ জন সদস্য।
হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে নৌকা বাইচ প্রতিযোগিতাটি যেন হয়ে উঠে উৎসবমুখর। দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা।
চরম উত্তেজনাপূর্ণ ওই প্রতিযোগিতায় হৃদয় খানের উত্তর পাড়া একাদশকে পিছনে ফেলে শুক্কুর খানের বিসমিল্লাহ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সংগঠটির সভাপতি মো. ইয়ামিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবু হানিফ।
সৌদী প্রবাসী মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি আকছিরুল আজিম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরে আলমসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন, মো. মফিজুল ইসলাম, প্রভাষক মো. জাহিদুল হক জিকো, পুলিশের এ.এস.আই আব্দুল আউয়াল সুমন, পশু চিকিৎসক মো. মনিরুল ইসলাম, যুবনেতা নুরুল আমিন নুরু, মো. রুবেল মিয়া, মাসুদ রানা, সংগঠনটির উপদেষ্টা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আল আমিন, মো. শাহীন, মো. মুন্না, মো. রাকিব, মো. আশরাফুল, মো. তুহিনসহ গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।