-3.7 C
New York
Thursday, January 16, 2025
spot_img

নবীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২২ অনুষ্ঠিত, বিজয়ীদের দেয়া হয়েছে সম্মাননা ***

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) -এর সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২২ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার পৌর এলাকার নারায়নপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রদর্শনী উপজেলার বিভিন্ন এলাকা হতে উদ্যোক্তা ও খামারিগণ তাদের নিজ নিজ পশু ও পাখি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। মোট ৪০টি স্টলের এই প্রদর্শনীতে পশু-পাখির পাশাপাশি একাধিক ভেটেরিনারি ঔষধের ষ্টলও অংশগ্রহণ করতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি মোহাম্মদ মোশারফ হোসাইন, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডাঃ মো. শামীম আহমেদ, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাদেকুল ইসলাম সজিব ইউপি চেয়ারম্যান আবু মুছা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, নবীনগর মডেল প্রেস কাব সভাপতি মো. আবু কাওসারসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণ করা সবকটি স্টল ঘুরে দেখেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

লাইভস্টক সার্ভিস প্রোভাইডার কবি মোবারকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. জাকিরসহ উপজেলার সকল ইউনিয়নের লাইভষ্টক সার্ভিস প্রোভাইডারগণ।

পরে প্রদর্শনীতে অংশগ্রহণ করা উদ্যোক্তা, খামারি ও ভেটেরিনারী ঔষধ ব্যবসায়ীদের বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে ১ম, ২য় ও তয় স্থান নির্ধারণসহ পুরস্কৃত করা হয়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন